Header Ads

কলকাতার বেঙ্গল এক্সপ্রেস টিভি র বিশ্ব নারী দিবস উদযাপন

বেঙ্গল এক্সপ্রেস টিভি 
ব্যতিক্রমী নারীদের দিল
'তুমি অনন্যা সম্মান" 

বিশেষ প্রতিবেদন : আমরা নারী, আমরা সব পারি। আমাদের সমাজে নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিরন্তর কাজ করে চলেছেন । নিজের নিজের ক্ষেত্রে সেইসব ব্যতিক্রমী নারীদের হাতে "তুমি অনন্যা সম্মান" তুলে দেওয়া হল আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে। ৮ মার্চ কলকাতা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ১৮ জন ব্যাতিক্রমী নারীর হাতে এই সম্মান তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মীরাতুন নাহার। অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাবের সহযোগিতায় এবং বেঙ্গল এক্সপ্রেস টিভির আয়োজনে এই অনুষ্ঠান আক্ষরিক অর্থেই সার্থক হয়ে ওঠে। অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে স্মারক সম্মান তুলে দেন আয়োজক সংস্থার পক্ষে শম্পি পুরকায়স্থ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.