পূর্ব কলকাতা আশ পাশে অন্তত ৫০০ টি বেআইনি নির্মাণ চলছে বলে অভিযোগ
নয়া ঠাহর ,কোলকাতা : পূর্ব কলকাতা অঞ্চলে অন্তত ৫০০ বেআইনি বাড়ি নির্মাণ এমন কি ছোটখাট কারখানা চলছে বলে কলকাতা হাই কোর্টে অভিযোগ করা হয়েছে। কলকাতার জলা ভূমি অধিকাংশ বেদখলের অভিযোগ এসেছে। মার্চ মাসের মধ্যে জলকষ্ট শুরু হয়ে যায়। দক্ষিণ ভারতের চেন্নাই সহ বহু অঞ্চলে ভয়ানক জল কষ্ট চলছে। আসানসোল ,এর একাংশ তীব্র জল কষ্ট শুরু হয়েছে। সব গাছ কেটে ফেলা হচ্ছে।জলের উৎস জলাভূমি ভরাট করা হচ্ছে। প্রশাসন নীরব।
কোন মন্তব্য নেই