ইউজিলান্ড কে হারিয়ে দিল ভারত, উল্লাস উচ্ছ্বাস মেতে উঠেছে ভারতবাসী
নয়া ঠাহর, অমল গুপ্ত ,কোলকাতা ; ভারত আর্ন্তজাতিক চ্যাম্পিয়ন ট্রফি তে ফাইনাল নিউজিল্যান্ড এর মত শক্তিশালী দল কে গোহারা ভাবে হারিয়ে দিল। আজ দুবাই এ স্টেডিয়াম ভর্তি মাঠে উত্তেজনাপূর্ণ আই সি সি চ্যাম্পিয়ন ট্রফি খেলায় ১৪০ কোটি মানুষের মন জয় করে জাতীয় পতাকা উড়াল। ক্যাপ্টেন রোহিত শর্মা সবচেয়ে বেশি রান করেন। এর আগে ভারত পাকিস্থান বাংলাদেশ কে হারান। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হল। রোহিত বিগ্রেড কে চার উইকেটে নিউজিল্যান্ড কে হারাল। ২০০০ সালের হারের বদলা নিল ভারত। রবিবার সারা কলকাতা রুদ্ধশ্বাস খেলা উপভোগ করে। অধিকাংশ শহরে বড় স্ক্রিনে খেলা দেখে উৎসাহী মানুষ। পর পর তিনবার রোহিত শর্মা চ্যাম্পিয়ন ট্রফি জিতে আনলেন। ভারতের উল্লাস উচ্ছ্বাস ছিল চোখে লাগার মত। কলকাতায় সবুজ লাল আবির যেন অসময়ে হলি উৎসব । কিউই কাঁটা উপড়ে ফেলল ভারত। চ্যাম্পিয়ন ট্রফি তে "চক দে "।ভারত এ এত বিভাজন এত রাজনীতি কিন্তু আজ ভারত ক্রিকেট জিতে এককাট্টা এক বিন্দুতে এক সুততে বাঁধা পড়েছে।প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী রাতেই টুইট করে ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
কোন মন্তব্য নেই