আর পারলেন না এবার মুখ খুললেন বরাক কন্ঠ কম লক্ষ্য কায়স্থ
নয়া ঠাহর, অমল গুপ্ত : ,কোলকাতা: অসমের বরাক উপত্যকার কন্ঠ বলা যেতে পারে সেই বরাক কন্ঠ কমলক্ষ পূর কায়স্থ এবারমুখে o। বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করে বলেন বরাক উপত্যকার বাঙালিদের নানা ভাবে বঞ্চনার শিকার হতে হচ্ছে। এন আর সি তে নাম কাটা হয়েছে।আধার কার্ড করতে পারছে না। চাকরি বাকরি নেই।লাখ লাখ বেকার।দিস পূর বৈষম্য করছে বঞ্চনার শিকার হতে হচ্ছে। শিলচর স্টেশন ভাষা শহীদ নামে করা হল না। যোগাযোগ ব্যবস্থা উন্নত হল না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছের মানুষ হিসাবে পরিচিত কংগ্রেস বিধায়ক এবার মুখ্যমন্ত্রীর দিকে অভিযোগের আঙুল তুললেন।
কোন মন্তব্য নেই