শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম এর শতবর্ষ কেন্দ্র করে উন্মাদনা উল্লাস উচ্ছ্বাস , মুখ্যমন্ত্রী ৯০০ কোটি দান
অমল গুপ্ত ,১৮ মার্চ ,গুয়াহাটি : শিলচর রামকৃষ্ণ সেবাশ্রম শতবর্ষ পূর্ণ করলো।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিশেষ আমন্ত্রিত অতিথি হিসাবে গিয়ে রামকৃষ্ণ প্রতিমূর্তি তে শ্রদ্ধা জ্ঞাপন করেন আশ্রমের কর্মকর্তাদের সঙ্গে মিলিত হয়ে ঢালাও সাহায্যের প্রতিশ্রুতি দেন। মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণ সেবাশ্রম কে ৯ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। আশ্রমের চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করার জন্যে ৫ কোটি টাকা আর আশ্রমের বকেয়া মেটানোর জন্যে ৪কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন।ইদানিং কালে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এত পরিমাণ টাকা দিয়েছে বলে জানা নেই।।শতবর্ষ অনুষ্ঠানে রামকৃষ্ণ সেবাশ্রমের কেন্দ্রীয় সভাপতি গৌতমা নন্দ মহারাজ আর সহ সভাপতি গিরিশা নন্দ মহারাজ উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দুইজনের সৌজন্যে বিনিময় করেন। ভবিষ্যতে তাদের পাশে থাকার আস্বাস দেন। ভোরের প্রভাত ফেরি ,পুজো অর্চনা, নাম সংকীর্তন শাভা যাত্রা মুখর ছিল শিলচর শহর। দল মত নির্বিশেষে রামকৃষ্ণ প্রেমী মানুষের ঢল নেমেছিল ।হাতির পিঠে চড়ে মহারাজ রা শিলচর শহর পরিক্রমা করেন। মুখ্যমন্ত্রী শিলচরে তরুণরাম ফুকুন বিদ্যালয়ের এক অনুষ্ঠানে বলেন বাঙালি অসমীয়া দের মধ্যে পারস্পরিক সদ্ভাব আছে।ভুল বোঝা বুঝি নেই।অসম সাহিত্য সভার মত বরাকএ সাহিত্য সভা করার পরামর্শ দেন তিনি।
কোন মন্তব্য নেই