Header Ads

২০ মার্চ বিশ্ব চড়ুই দিবস উদযাপিত

বেশ কয়েক বছর আগেও ঘুলঘুলিতে বাসা বেঁধে সংসার পাতত চড়ুইরা। আয়নার সামন উড়ে উড়ে ছোট্ট ঠোঁট দিয়ে কাচ ঠোকরানো এখন প্রায় নস্টালজিয়ার সামিল। শহরে হোক বা গ্রামে চড়ুইরা মানুষের কাছাকাছিই যেন ছিল এই কিছু দিন আগে অবধি। সেই ঘুলঘুলিও নেই, সেই কিচিরমিচিরও না। হারিয়ে যেতে বসা এই ছোট্ট পাখিদের প্রতি সচেতনতা বাড়াতে তাই প্রতি বছর ২০ মার্চ বিশ্ব চড়ুই দিবস (World Sparrow Day 2022) পালিত হয়  এই ক্ষুদ্র নিরিহ পাখি ধংসের পথে ,সভ্যতার বিকাশের সঙ্গে এই  ভদ্র পাখিগুলো হারিয়ে যাচ্ছে। ওদের জন্যে চোখের জল ফেলার কেউ নেই। ইতিমধ্যে জোনাক পোকা,  শিয়াল  গোবরে পোকা ইত্যাদি কিট  পতঙ্গ   শেষ হওয়ার পথে।স্মার্ট ফোন ব্যবহার  ব্যাপক   ক্ষতি হচ্ছে। মোবাইল টাওয়ার থেকে রাসায়নিক রশ্মি বিকিরণ মানুষ কীটপতঙ্গ  মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। (সাংবাদিক সুদীপ শর্মার সৌজন্যে)

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.