প্রধানমন্ত্রী গুজরাটের বন তারা নামে চিড়িয়াখানা উন্মোচন করেন
নয়া ঠাহর ' কোলকাতা : প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে শিল্পপতি আম্বানি গোষ্ঠীর তৈরি কয়েক শ একর জমিতে চিড়িয়াখানা আনুষ্ঠানিক উন্মোচন করেন। সারা বিশ্বের অসুস্থ পরিত্যক্ত জীব জন্তু দের সুরক্ষা পুনর্বাসন দেওয়া হচ্ছে। শিল্পপতি আম্বানির পুত্রের উদ্যেগে এই চিড়িয়াখানা প্রসংশিত হচ্ছে সর্বত্র।গুজরাতের ভান্তারায় শিল্পপতি মুকেশ আম্বানীর পুত্র অনন্তের বন্যপ্রাণী পূনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন মোদী, ঘুরে দেখলেন গোটা এলাকা। ২ হাজারের বেশি প্রজাতি এবং ১.৫ লক্ষের বেশি উদ্বার হওয়া বিপন্ন প্রাণীর আবাসস্থল এই ভান্তারা।
কোন মন্তব্য নেই