Header Ads

বিজেপি সরকার বরাকের চাকরি প্রার্থীদের প্রতি চরম বঞ্চনা করছে: আমরা বাঙালি

নয়া ঠাহর  ,সংবাদদাতা

তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাকের প্রার্থীদের প্রতি বৈষম্য নিয়ে সরব হল আমরা বাঙালি দল।

কর্মসংস্থানের অভাব বরাক উপত্যকার এক জ্বলন্ত সমস্যা। অথচ এরপরও বরাকের বিভিন্ন সরকারি অফিসে স্থানীয় প্রার্থীদের বঞ্চিত করে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিযুক্তি দিয়ে পাঠানো হচ্ছে। বরাকের প্রার্থীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে এবার সরব হল ' আমরা বাঙালি ' দল।

এক প্রেস বার্তায় আমরা বাঙালি দলের আসাম রাজ্য সচিব সাধন পুরকায়স্থ বলেন যে বিজেপি দল হিন্দু দরদী বলে সর্বদা নিজেদের জাহির করে। বরাকের চাকরি প্রার্থীদের মধ্যে বহু বাঙালি হিন্দু রয়েছেন। তাঁরাও বঞ্চিত হচ্ছেন। তার প্রশ্ন তাহলে বাঙালি হিন্দুদের কি হিন্দু বলে মনে করেনা আসামের বিজেপি সরকার ?

সাধনবাবু এদিন বলেন যে বিগত যে একলক্ষ নিয়োগ হয়েছে তাঁতে বরাক থেকে নিয়োগপ্রাপ্তদের সংখ্যা খুবই সীমিত বলে অভিযোগ রয়েছে। এমনকি সম্প্রতি এডিআরই লিখিত পরীক্ষার যে ফল ঘোষিত হয়েছে তাতেও বরাক বঞ্চিত হয়েছে বলে তাদের জানিয়েছেন অনেক প্রার্থী। তিনি বলেন বরাকে মেধার অভাব নেই। যদি সত্যিই মেধার ভিত্তিতে নিয়োগ হয়ে থাকে তবে প্রাপ্ত নম্বর সহ জেলাভিত্তিক তালিকা প্রকাশ করে নিজেদের স্বচ্ছতা প্রমাণ করুক সরকার। 

সাধন পুরকায়স্থ এদিন আরো বলেন যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ জেলাভিত্তিক সংরক্ষণের ব্যাপারে কোন আইনি বাধা নেই। এই মর্মে একটি প্রস্তাব আসাম বিধানসভায় গৃহীতও হয়েছিল। তাই মুখ্যমন্ত্রী বরাকের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ স্থানীয়দের জন্য সংরক্ষিত হবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পালন করে তার বিশ্বাসযোগ্যতার প্রমান রাখুন। তিনি বলেন বরাকের রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা ছয় লক্ষ ছাড়িয়েছে। কাজেই সর্বাবস্থায় সরকারের সদর্থক ভূমিকা কাম্য।অন্যথা বিকল্প ভাবনা ছাড়া আর কোন পথ নেই বলে এদিন মন্তব্য করেন তিনি।

সাধন পুরকায়স্থ এদিন বলেন যে কর্মসংস্থানের অভাবে উচ্চ শিক্ষিতরা এখানে ই রিক্সা চালাতে বাধ্য হচ্ছেন। স্বল্পশিক্ষিতরা  সামান্য আয়ের জন্য বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাইতে পাড়ি জমাচ্ছেন। তিনি বলেন কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে এই উপত্যকার অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়।তিনি বলেন যে পাঁচ গ্রামে  মিথানল উৎপাদন কেন্দ্র তৈরির যে প্রস্তাব এসেছে তা অনতিবিলম্বে বাস্তবায়নের জন্য উদ্যোগ নিক সরকার। এছাড়াও সরকারি ও বেসরকারি স্তরে কর্মসংস্থান বৃদ্ধির জন্য একটি কমিটি গঠন করে সমীক্ষা চালানো প্রয়োজন। নবগঠিত বরাক উন্নয়ন বিভাগকে এদিন এই ব্যাপারে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন তিনি।

আমরা বাঙালি দলের পক্ষ থেকে ..... এই খবর জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.