বরাকে সাহিত্য সভার অধিবেশন স্বাগত জানাল বি ডি এফ
নয়া ঠাহর ,সংবাদদাতা:
বরাকে অসম সাহিত্য সভার অধিবেশন আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীর আহ্বানকে স্বাগত জানানোর পাশাপাশি ব্রহ্মপুত্র উপত্যকায় বরাক বঙ্গের ব্যাবস্থাপনায় সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন আয়োজনের জন্য তাঁকে উদ্যোগ নেবার আহবান জানাল বিডিএফ।
বরাক উপত্যকার অসম সাহিত্য সভার অধিবেশন আয়োজনের যে আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ,তাকে স্বাগত জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি দুই জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক আদান প্রদানকে আরো বিস্তৃত করার লক্ষ্যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের
দায়িত্বে ব্রহ্মপুত্র উপত্যকায় রাজ্যের বিভিন্ন বাঙালি সংগঠনদের নিয়ে একটি অধিবেশন তথা সম্মেলন আয়োজনের জন্য উদ্যোগী হতে মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাল বিডিএফ।
এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন মুখ্যমন্ত্রীর প্রস্তাবকে তাঁরা অবশ্যই স্বাগত জানাচ্ছেন এবং প্রয়োজনে এই ব্যাপারে যথাসাধ্য সাহায্য, সহযোগিতার হাত বাড়িয়ে দিতেও ইচ্ছুক রয়েছেন তাঁরা। তিনি বলেন এর আগেও আশির দশকে অগপ সরকারের আমলে হাইলাকান্দিতে অসম সাহিত্য সভার বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন বরাকের বাসিন্দারা সবসময়ই সাংস্কৃতিক আদান প্রদানের আগ্রহী এবং অসমিয়া কৃষ্টি,সংস্কৃতিকে সম্মান ও শ্রদ্ধা করেন। তিনি বলেন উভয় উপত্যকার সাধারণ মানুষের মধ্যে সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগ রয়েছে, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে। শুধু কিছু উগ্র জাতীয়তাবাদী অসমিয়া নেতৃবৃন্দের জন্য এবং ইচ্ছাকৃত বঞ্চনা, বৈষম্যের জন্য বারবার ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
প্রদীপ বাবু এদিন বলেন যে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শুধু বরাক উপত্যকার প্রতিনিধিত্বকারী সংগঠন নয় ,রাজ্যের অন্যতম প্রাচীন একটি সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠন শুধু বাঙালি নয় রাজ্যের বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির প্রচার প্রসারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে। অথচ দেখা গেছে অতীতে বিভিন্ন বিষয়ে এই সংগঠনকে উপেক্ষা করা হয়েছে। সরকারি অনুদান থেকে বঞ্চিত হয়েছে এই সংগঠন। ব্রহ্মপুত্র উপত্যকায় অসম সাহিত্য সভার উদ্যোগে আয়োজিত সম্মেলনে রাজ্যের অন্যসব জনগোষ্ঠীর সংগঠনসমূহ কে ডাকা হলেও এই সংগঠনকে ডাকা হয়নি। তিনি বলেন এইসব পদক্ষেপের জন্য সমন্বয়ের আবেগ মুখে মুখেই থেকে যায়,বাস্তবে তা প্রতিফলিত হয়না। তাই বিডিএফ এর পক্ষ থেকে তাঁরা আবেদন জানাচ্ছেন যে বরাকে অসম সাহিত্য সভার অধিবেশনের পর যাতে ব্রহ্মপুত্র উপত্যকায় অনুরূপ একটি অধিবেশন আয়োজনের জন্য বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের মতো সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি বলেন রাজ্যের বিভিন্ন বাঙালি সংগঠনকেও এই অধিবেশনে যুক্ত করা হোক। এটা হলে উভয় সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সমন্বয় নিঃসন্দেহে আরো বিস্তৃতি লাভ করবে। মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে উদ্যোগী হবার জন্য এদিন বিশেষ আবেদন জানিয়েছেন তিনি।এর পাশাপাশি তিনি বরাক বাসীর আবেগের সাথে জড়িত দীর্ঘদিনের দাবি 'ভাষা শহীদ স্টেশন ' নামকরণকে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তাবায়িত করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
বিডিএফ এর পক্ষ থেকে দেবায়ন দেব এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন।
কোন মন্তব্য নেই