Header Ads

" অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর সাইকিয়া আমলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জেল খেটেছেন দাবি করেন

অমল গুপ্ত ,গুয়াহাটি ১৫ মার্চ: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ অসমে  বীর লাচিত ফরফুক নের নামে পুলিশ আকাদেমি  র ভিত্তি প্রস্তর স্থাপন করেন।তিনি মুখ্যমন্ত্রীর প্রসংশা করেন বলেন হিমন্ত বিশ্ব শর্মা অসমে পাঁচ লাখ টাকার বিনিয়োগ আনছেন। ১০০০ কোটি টাকার পুলিশ আকাদেমি গড়ছেন তিনটি পর্যায়ের এই আকাদেমি গড়া হবে। অসমে শিল্প সম্মলনে ৫ লাখ ২৮ হাজার কোটির মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।অসমের ২০০০ পুলিশ গোয়া তে প্রশিক্ষণ নিতে গেছে।অসমের শান্তি ঘুরে এসেছে। অসমের ২০ হাজার জঙ্গি আত্ম সমর্পন করেছে। ২৭ হাজার কোটি টাকার সেমি কন্ডাকটর প্রকল্প গড়ে উঠছে।   বীর লাচিত  বর ফুকন   মোগলদের পরাভূত করে ছিলেন।তার জীবনী দেশের প্রতিটি ভাষাতে অনুবাদ করা হয়েছে। আজকের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ডিজিপি হার মিত সিং ,কেন্দ্রীয় মন্ত্রী  পবিত্র মার্গারিটা     কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানো য়াল প্রমুখ বক্তব্য রাখেন ।













কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.