Header Ads

পশ্চিমবঙ্গে হাজার জাল ঔষধ বাজারে রম রম করে চলছে

নয়া ঠাহর , অমল গুপ্ত ,,কোলকাতা  :  ১৪ মার্চ ,পশ্চিমবঙ্গে বাজারে জাল ঔষধের ছড়া ছড়ি   কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলার  ৩১২ টি জাল ঔষধ শনাক্ত করেছে। এছাড়া প্রায় হাজার ঔষধ বাজারে চলছে ।।পরিদর্শন হচ্ছে না। ডাক্তার পদে পাশ করতে বঙ্গে ১৫ ,২০ লাখ টাকা ঘুষ দিতে হয়। সেই  চুরি করা পাশ করা ডাক্তার ঘুষের টাকা তুলতে রুগীদের ভুয়ো জাল ঔষধ দেবেই। কলকাতা আর জি কর দেখিয়ে দিয়েছে  কি করে ঘরের মেয়ে  পড়ুয়া ডাক্তারকে হত্যা করতে হয়।  রাজ্যের অধিকাংশ ডাক্তারের  সততা নেই অসাধু ।চেম্বার খুলে বসে গেছে।দেদার ইনকাম। ফুটপাথে ধারে সাইনবোর্ডে  বড় বড় ডিগ্রি লিখে চুটিযে ব্যবসা করছে। মুর্শিদাবাদ  সীমান্তবর্তী গ্রাম গুলিতে ভুয়ো জাল ঔষধের দেদার ব্যবসা চলছে। আজকাল আর  কেউ ডাক্তার হতে চান না। ডাক্তার আজ অসাধুদের পেশা। জাল ঔষধ বিক্রি করে গরীব রুগীদের রক্ত খেয়ে   বিলাসী জীবন কাটান।অধিকাংশ ডাক্তার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.