Header Ads

অসমে আদানি আম্বানি বা ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ,মূখ্যমন্ত্রী বলেন ৫,,লাখ কোটি বিনিয়োগ হবে

অমল গুপ্ত ,কোলকাতা: অসমে  এডভেন্তেজ অসম টু শিল্প মেলা তে দেশের ৬২ জন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।সঙ্গে আম্বানি আদানি জুটিও।তারা ৫০ হাজার কোটি টাকা বিনয়োগের প্রস্তাব দেন।  টাটা গোষ্ঠী ইতিমধ্যে ২৭ হাজার কোটি টাকার  প্রকল্প  সূচনা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গারকারি ঘোষণা করেছেন গুয়াহাটি শিলচর সুপার হাই এক্সপ্রেসের ,কাজিরঙ্গ র পথ ও ঘোষণা করেছেন।স্বয়ং প্রধান মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী উপস্থিতিতে দেশের শিল্পপতিরা এই সব ঘোষণা করেন।মুখ্যমন্ত্রী বলেন প্রত্যাশা থেকেও বেশি শিল্প আসবে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ  উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন পাঁচ লাখ কোটি টাকা বিনিয়োগ হবে
বিশ্বের ৭৫ টি দেশ অংশগ্রহণ করেছে। এডভেন্টা জ অসম ২,০ এর প্রতি স্টালে গিয়ে দাবি করেন প্রত্যাশার চেয়ে বেশি টাকার বিনিয়োগ হবে। ৭৫ টি দেশ এসেছে। শিল্পপতি বা মুখ্যমন্ত্রী ভূমিকার  প্রশংসা করেন।






কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.