Header Ads

কান্দি শহরে পলাশ ফুল গাছ সঙ্গে কুসুম ও

 অমল গুপ্ত ,  কান্দি জেল রোড :পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলা কান্দি শহরে  দুটি মাত্র পলাশ ফুল গাছ।বসন্ত উৎসবে দুটি মাত্র পলাশ ফুল গাছের অস্তিত্ব আছে তার মধ্যে অন্যতম কান্দি নারায়ণধার পার্কে  পলাশ ফুল।সঙ্গে কুসুম ফুল । নারায়ণ ধার পার্কে জাতীয় গাছ ছাতিম , দামী ঔষধি গাছ অর্জুন , তাল, পাম ইত্যাদি গাছ আছে বসন্ত কালে নানা মরসুমি ফুলে সেজে উঠেছে।বৃদ্ধ কদম গাছ অভিভাবকের দায়িত্ব পালন করে যাচ্ছে । কাজিরাঙ্গার গণ্ডার  পার্কের  শোভা বৃদ্ধি করেছে।   সেলফি পয়েন্ট" আই লাভ কান্দি "তে ভিড় বাড়ছে প্রতিদিন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.