Header Ads

মরণ ছুটে প্রাণ গেল

মরণছুটে প্রাণ গেল যুবতীর 

 তখন মধ্যরাত। প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা গা ঘেঁষে প্রচণ্ড জোরে ছুটেছে দুই গাড়ি। একটি এসইউভি, অন্যটি তুলনায় মাপে ছোট। রবিবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের পানাগড়ে ১৯ নম্বর জাতীয় সড়ক এবং পুরনো জিটি রোডে সে দৌড়ের পরে, ছোট গাড়িটি উল্টে মারা গেলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্ণধার ও নৃত্যশিল্পী সুতন্দা চট্টোপাধ্যায়। গাড়িতে  থাকা সুতন্দ্রার সঙ্গীদের প্রথমে দাবি ছিল পিছু ধাওয়া করে ওই যুবতীকে অশালীন ইঙ্গিত এবং উত্ত্যক্ত করার চেষ্টা করছিল এসইউভি-র আরোহী যুবকের। তাদের তাড়া এবং ধাক্কাতেই দুর্ঘটনা। পুলিশ যদিও উত্ত্যক্ত করার অভিযোগের কথা মানতে চায়নি। তাদের দাবি লিখিত ভাবে যৌন হেনস্থার অভিযোগ হয়নি। সিসিটিভি ফুটেজ দেখিয়ে তাদের আরও দাবি দু'টি গাড়ির মধ্যে রেষারেষিতেই এই কাণ্ডে। যদিও নিছক দুর্ঘটনা হলে এসইউভি-র আরোহীরা কেন গাড়ি ফেলে পালিয়ে গেলেন উঠছে প্রশ্নও।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.