Header Ads

অসমে উমরানশু কয়লা খনি তে উদ্ধার অভিযান চলছে ,নিউ ইয়র্ক টাইমস অসমের পর্যটন কেন্দ্র

 অমল গুপ্ত , নয়া ঠাহর   ৯ জানুয়ারি,কোলকাতা :  অসমের ডিমা হাসাও জেলার উমরানসু  কয়লা খনিতে বহু শ্রমিক আটকে পড়েছে।তাদের উদ্ধার করার জন্যে সেনা বাহিনী অভিযানে নেমেছে। নাগপুর থেকে হাই স্পিড পাম্প এসেছে ।বিশাখা পত্তনম থেকে ডুবুরি এসেছে।  অপরদিকে  বিশ্ব বিখ্যাত স্থান হিসাবে অসম এ কামখ্যা মন্দির , কাজিরাঙ এবং চারাইদেউ কে  স্থান করে  দেওয়া হয়েছে।নিউ ইয়র্ক টাইমস এই তালিকা প্রকাশ পেয়েছে। উমরাংশু কয়লা খনিতে   ২৪,২৫ জন  শ্রমিক আটক করেছে বলে অভিযোগ করেছে।অসম সরকার এই আসু প্রাক্তন উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য অভিযোগ করেন কয়লা খনি নির্মাণের অনুমতি কে দিয়েছে।দোষীদের কড়া শাস্তি দেবার দাবি জানান।মন্ত্রী কৌশিক রায় ঘটনা স্থলে  উপস্থিত থেকে উদ্ধার কাজ তদারক করছেন।কংগ্রেস কয়লা খনি বন্ধ করার দাবি জানিয়েছে। অবৈধ  কয়লা খনির মালিককে গ্রেফতার করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান ৫  মৃতদেহ উদ্ধার করা হয়েছে।





কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.