Header Ads

অসমের নতুন বছরের উপহার ,নিউইয়র্ক টাইমস অসমের পর্যটন, ৮ লাখ পাকা ঘর

অমল গুপ্ত ,কোলকাতা:অসমের চারটি পর্যটন কেন্দ্র বিশ্ব পর্যটন মানচিত্রে স্থান পেল। কামাখ্যা মন্দির , চোরাই দেও মৌদাম আর কাজিরাংগা রাষ্ট্রীয় উদ্যান নিউ ইয়র্ক টাইমস বিশ্বে ৫২ টি  পর্যটন কেন্দ্রের মধ্যে অসমের তিনটি কেন্দ্র স্থান করে নিল। অন্য এক ভালো খবর অসমের ৫০ হাজার দরিদ্র পরিবার পাকা ঘর পাবে।প্রধাণমন্ত্রী আবাস প্রকল্প প্রতি পরিবার ৬ লাখ টাকা করে পাবে।কেন্দ্রীয় মন্ত্রী শিব রাজ চৌহান আজ অসমে এই প্রকল্প সূচনা করেন।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ ঘোষণা করেন অসমের ৮ লাখ পরিবার পাকা ঘর পাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.