Header Ads

ভারতে হিন্দু মুসলিম সব মিলে মিশে চলুন নতুবা মুর্শিদাবাদ ,মালদহ সব হাতছাড়া হয়ে যাবে:অধীর চৌধুরী

অমল গুপ্ত: ২জানুয়ারি ,কোলকাতা: ভারতে  হিন্দু মুসলিম নোংরা রাজনীতি ফলে দুই প্রধান জনগোষ্ঠীর  বিভাজন ক্রমশ চওড়া হচ্ছে। মালদহ, মুর্শিদাবাদ  যেভাবে জঙ্গি কার্যকলাপ চলছে তাতে দুই জেলাকে গ্রাস করবে পাক পন্থী  বাংলা দেশ।অচিরেই হাত ছাড়া হবে। বহরমপুরে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী  বিস্ফোরক মন্তব্য করে রাজ্যে রাজনীতি  উত্তপ্ত করে তুলেছেন। তিনি কেন্দ্রের বিজেপি সরকারের নিষ্ক্রিয়তা দায়ী করে বলেছেন।মহাম্মদ ইউনিস  যে পথে হাঁটছেন তাতে ভারত পিছিয়ে পড়ছে।  সীমান্ত জেলা মুর্শিদাবাদ মালদহ ইত্যাদি জেলা হাত ছাড়া হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.