Header Ads

হিন্দু ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন খারিজ , জেলেই থাকতে হবে ।মালদহে তৃনমূল নেতা খুন

অমল গুপ্ত , কোলকাতা: বাংলদেশে জল বন্দি ইসকনের ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিন হলনা।আজ  চট্রগ্রাম আদালত   জামিনের আবেদন গ্রাহ্য হলনা।রাষ্ট্রদ্রোহ   অভিযোগে চিন্ময় কৃষ্ণ কে  যাবজ্জীবন শাস্তি ঘোষণা করা হয়। তার আইনজীবি রবীন্দ্র ঘোষ বর্তমানে অসুস্থ হয়ে এক হাসপতালে ভর্তি হয়েছেন।  চট্রগ্রামে আজ ধর্মগুরু  জামিন অগ্রাহ্য হওয়াতে  হিন্দু  ধর্মাবলম্বী আইন জিবিরা  বিক্ষোভে ফেটে পড়েন।পুলিশের ধরপাকড় শুরু হয়। ইসকন প্রতবাদ করে প্রধানমন্ত্রীর দ্বারস্থ  হওয়ার কথা জানিয়েছে।  রাষ্ট্র সংঘ  যাবার হুমকি দিয়েছে।এদিকে পশ্চিমবঙ্গে মালদহ তে এক তৃনমূল নেতা খুন হয়েছেন।।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায় এই হত্যার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী হত্যার  ঘটনায়  ফিরহাদ হাকিম কে মালদহ পাঠিয়েছে। জেলা সহ সভাপতি তৃনমূল দাপুটে নেতা দুলাল সরকার কে গুলিকরে হত্যা করে দুষ্কৃতী দল।আগে তার  দেহ রক্ষী তুলে নেওয়া হয়। দুজন কে গ্রেফতার করা হয়েছে। চট্রগ্রাম আদালতে আইন জীবি দের ভারত বিরোধী স্লোগান দিতে দেখা যায়। ২৫ নভেম্বর চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়। তাকে নিয়মিত ঔষধ পত্র দেওয়া হচ্ছে না। এত বড় ঘটনায় দিল্লী বিজেপি সরকার চুপ।একটি শব্দ খরচ করেনি। তৃনমূল দলের সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায়  অভিযোগ  করেন বাংলদেশে   ধর্মনিরপেক্ষ    নয়।হিন্দুদের উপর অত্যাচার চলছ।বিনাবিরাচর চিন্ময় কৃষ্ণ কে জেল এ রাখা হল।অথচ প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপ। মহম্মদ ইউনূস সরকার হাজার জঙ্গি কে   জেল থেকে  ছেড়ে দিয়েছে।কিন্তু বাঙালি ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ কে দেশদ্রোহী  হিসাবে গ্রেফতার করা হয়েছে।  কংগ্রেস প্রাক্তন সাংসদ  অধীর চৌধুরী  ক্ষোভ প্রকাশ করে বলেন তৃনমূল সরকার বিধান সভায় চিন্ময়  কৃষ্ণর মুক্তির দাবিতে প্রস্তাব পেশ করছে না কেন?ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস  এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। কার্তিক মহারাজ ঘটনা প্রধান মন্ত্রীর  গোচরে দেবেন বলে জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.