Header Ads

বাংলদেশে চট্রগ্রাম এ একাধিক মন্দির ভাংচুর,চিন্ময় কৃষ্ণ আজও জেলে ভারত সরকার হাটগুটিয়ে বসে আছে

নয়া ঠাহর ,কোলকাতা:  বাংলাদেশ সরকারের কাছে কি ভারত সরকার  ক্ষমা ভিক্ষা চাইবে? ভারতের কি কোনো ক্ষমতা নেই? সেদেশে হিন্দু  দের নিরাপত্তা নেই। চিন্ময় কৃষ্ণ কি জেলেই থাকবে। প্রধান মন্ত্রী কি হিন্দুদের জীবন জীবিকার স্বার্থে কোন পদক্ষেপ নেবে না? সেই রকম তো মনে হচ্ছে।আবার চট্রগ্রামে মন্দির ভাঙচুর করা হয়েছে।  ভারতের অংশে মালদহ  বাংলদেশে সীমান্তে  বি জি  এফ ভারত কে বেড়া দিতে দিচ্ছে না। ইসকনের  ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস অভিযোগ করেন  আইন জীবীদের হুমকি দেওয়া হচ্ছে।চিন্ময় কৃষ্ণ জামিন পারছে না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.