Header Ads

অসমে সেমি কন্ডাকটর প্রকল্প পর্য্যালচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী মন্ত্রী

নয়া ঠাহর ,গুয়াহাটি ,কোলকাতা : অসমের ২৭ হাজার কোটি টাকার সেমি কন্ডাকটর প্রকল্প  রূপায়ণে এক ধাপ   এগিয়ে গেল। এই প্রকল্পে  ৫০ হাজার লোক কর্মসংস্থানের সুযোগ পাবে। এই প্রকল্পে মেড ইন অসম অত্যাধুনিক চিপস তৈরি হবে।যা আমেরিকা ব্রিটেন সহ বিশ্বের  অটো মোবাইল শিল্পে এই চিপস ব্যবহার করা হবে।অসম মেড চিপস  কেন্দ্রীয় মন্ত্রী  অস্বনি বৈষ্ণ  আজ এই প্রকল্প  পর্যালোচনা করেন
 তিনসুকিয়া থেকে অরুণাচল প্রদেশের  নাহারলাগুন , সহ তিনটি নতুন ট্রেনের সূচনা করেন। ১২১ কোটি টাকারএক জল প্রকল্প  ,রাভা হাসং স্বশাসিত পরিষদের কার্যালয়ের  উন্মোচন করেন মুখ্য মন্ত্রী  হিমন্ত বিশ্ব শর্মা । মুখ্যমন্ত্রী অসমে জঙ্গি প্রবেশের কথা বলেন।দাবি করেন  জঙ্গিদের মডিউল ভেঙে ফেলা হয়েছে স্লিপার সেল  আছে তা ভাঙতে হবে।বলেন বড় পেটা তে আধার কার্ড বেশি করে ইস্যু করা হয়েছে।   


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.