বস্তারের এক সংবাদিক ১২০ কোটি টাকার দূর্নীতি ফাঁস করে খুন হলেন
নয়া ঠাহর ,কোলকাতা ; ছত্রিশ গড়ে বস্তার অঞ্চলে এক দুর্নীতিপরায়ণ ঠিকাদারের ১২০ কোটি টাকা দূর্নীতি ফাঁস করার অপরাধে মুকেশ চন্দ্র শেখর নামে এক সাংবাদিক খুন হলেন। সুরেশ চন্দ্র শেখর নামে অসাধু ঠিকাদারের সড়ক নির্মাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। ওই সাংবাদিক লাগাতার তদন্ত মূলক প্রতিবেদন পেশ করেন।১ জানুয়ারি থেকে ওই সাংবাদিক নিখোঁজ ছিলেন গত ৩ জানুয়ারি এই সাংবাদিকের মৃতদেহ ঠিকাদারের সেফটি ট্যাঙ্ক পাওয়া যায়। হায়দ্রাবাদ থেকে ঠিকাদার কে পুলিশ গ্রেফতার করেছে।ছত্রিশ গরের মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ করা হবে বলে আস্বাস দিয়েছেন। সাংবাদিক কিরণ কুমার মুখার্জী সৌজন্যে এই খবর পাওয়া গেছে।








কোন মন্তব্য নেই