Header Ads

বাংলদেশে হিন্দুরা দেশপ্রেমিক , মুসলিমরা সুযোগ সন্ধানী

অমল গুপ্ত ,গুয়াহাটি , ১ জানুয়ারি ,কোলকাতা : অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ রাজ্যে বাসীকে নববর্ষের  শুভেচ্ছা জ্ঞাপন করেন।আজ  মুখ্যমন্ত্রী আজ রাজ্যের গত চার বছরের অর্থনীতি পরিসংখ্যান তুলে বলেন গত চারবছর এ ২৫ শতাংশ লোক দারিদ্র্যসীমার উপরে পৌঁছেছে। অর্থাৎ  উন্নয়নের বার্তা দেন।বাংলদেশে হিন্দু নির্যাতনের খবর উদ্বেগ প্রকাশ করে বলেন বাংলদেশে হিন্দুরা  হাজার অত্যাচারের পরেও দেশপ্রেমিক , জন্মভূমি বাংলদেশে কষ্ট হলেও থাকতে চান ,মুসলিমরা সুযোগ সন্ধানী  হিন্দুদের উপর অত্যাচার করে হচ্ছে। পাকিস্তান এর সাহার্য্য নিয়ে বাংলাদেশ  অসমে গন্ডগোল করতে চাইছে।  মুখ্যমন্ত্রী আর্থিক অবস্থা সম্পর্কে বলেন ব্যাংক থেকে ঋণ নিলে রাজ্যের অবস্থা ভালো হয়।বলেন তরুণ গগৈ ৫,হাজার কোটি টাকা ঋণ নিয়েছিলেন ।সব ঋণ তিনি  শোধ করে দিয়েছেন।রাজ্যে উন্নয়নের  পথে দ্রুত এগোচ্ছে। আজ   খানাপাড়াতে মিনি  আন্ত রাজ্যে বাস টার্মিনাস চালু করে বলেন কেন্দ্রের উদ্যেগে ৯৬ টি ইলেকট্রিক বাস  চালু করা হবে। ক্রমশ ডিজেল জ্বালানি বন্ধ করা হবে। তিনি বলেন সীমান্তে লাগাতার  পাহারাদার চলছে ২৩ জন জঙ্গি ধরা পড়েছে। দাবি করেন কেবিনেট কমিটির ৯৭ শতাংশ প্রস্তাব কার্যকরী করা হয়েছে। বলেন ভুটান রাজ্যে দুটি বিদ্যুৎ প্রকল্প কার্যকর করবে।  পল্টন বাজারে  এক উড়াল পুল উন্মোচন  করেন মুখ্যমন্ত্রী।১৭ কোটি টাকার এই  প্রকল্প। ৫৬ কোটি টাকা ব্যয়ে জ্যোতি চিত্র বন প্রেক্ষাগৃহের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন হিন্দুরা পাকিস্তানে বাংলদেশে অত্যাচারিত হচ্ছে। তাদের সুরক্ষা দিতে পারছে না।বাংলদেশে  হিন্দুদের উপর নির্মম অত্যাচার চলছে  এই হৃদয় বিদারক খবরে চোখে জল এসে যায়। বলেন ধর্মের ভিত্তিতে দেশ গড়া হয়েছে বলে বাঙালি হিন্দুরা জীবন সম্পত্তির নিরাপত্তা  থেকে  বঞ্চিত ।ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সব নাগরিকের সমান অধিকার।

















কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.