সাংবাদিক অমল গুপ্তের "জল - জঙ্গলের আত্মকথা" গ্রন্থটি কলকাতা প্রেস ক্লাবে প্রকাশ পাবে
, নয়া ঠাহর, গুয়াহাটি, কলকাতা ১ জানুয়ারি::অসম -বাংলার বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্ত র বন ও পরিবেশ সংরক্ষণ সম্পর্কে তাঁর অন্তিম গ্রন্থ আগামী ফেব্রুয়ারি মাসে কলকাতা প্রেস ক্লাব থেকে প্রকাশ পাবে। তার প্রথম গ্রন্থ বন বনান্তরে অসমের রবিন আঙ্কল , আন্দামান সফর ইত্যাদি গ্রন্থে ছাড়াও জল সংরক্ষণ বনজ সম্পদ সারাক্ষণ ইত্যাদি অন্যান্য গ্রন্থের সারমর্ম তথা সামাজিক বার্তা তুলে ধরার লক্ষ্যে গ্রন্থটি প্রকাশের কাজ চলছে।কোলকাতা প্রেস ক্লাবে আনুষ্ঠানিক প্রকাশ পাবে আগামী ফেব্রুয়ারি মাসে। ইতিমধ্যে তার জীবনী গ্রন্থ প্রকাশ পেয়েছে। দ্বিতীয় সংস্করণ কলকাতা থেকে প্রকাশ পেতে চলেছে। । প্রধান গ্রন্থটি র প্রচ্ছদ ও অলঙ্করণ করছেন জাতীয় পর্যায়ের প্রচ্ছদ শিল্পী নয়া দিল্লির অরূপ গুপ্ত।








কোন মন্তব্য নেই