Header Ads

২০২৫ সাল কেমন যাবে ফিরে দেখা

ফিরে দেখা 

 জানুয়ারি: ৪জানুয়ারি- দৌলতাবাদের চুয়াডাঙ্গায় বোমাকে বল খেলতে গিয়ে মৃত্যু বালকের, জখম আরও কয়েক জন শিশু।
   
 ফেব্রুয়ারি: ১ ফেব্রুয়ারি- ভারত জোড়ো ন্যায়যাত্রা'য় মুর্শিদাবাদে পা রাখলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ন্যায়যাত্রা ফরাক্কা লালগোলা, ভগবানগোলা, বহরমপুর প্রকল্পে দুর্নীতির অভিযোগে বহরমপুরে সরকারি আধিকারিক ও বহিষ্কৃত পঞ্চায়েত কর্মীর বাড়িতে ইডি-র তল্লাশি অভিযান।
 
 মার্চ: ২ মার্চ - কৃষ্ণনগর থেকে নিশিপুর রেলসেতু-সহ নতুন রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
   
 এপ্রিল: ১৬ এপ্রিল- পুলিশের জালে ভুষো এনআইএ ইসপেক্টর। লালগোলায়।

 মে: ২মে- ফারাক্কার বল্লালপুরে জনসভা করতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের দাবিও করলেন তিনি।

জুন: ৪জুন- বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে হারিয়ে তৃণমূলের টিকিটে সাংসদ হলেন ইউসুফ পাঠান। জেলার অন্য দুই কেন্দ্রেও জয় তৃণমূলের।

 জুলাই: ২৯জুলাই- দিল্লিতে বৈঠকে অধীর চৌধুরীকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অভিহিত করেন প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মির। এ নিয়ে সেই সময় জলঘোলা কম হয়নি। 

 অগস্ট: ৫অগস্ট- নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে তলব ইডির।
  
 সেপ্টেম্বর: ২১ সেপ্টেম্বর- প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরানো হল অধীর চৌধুরীকে।
  
 অক্টোবর: ২৩ অক্টোবর- রাতের রাস্তায় বহরমপুরের টোটো চালক কেয়াসিস শেখকে খুন করল আততায়ী।

 নভেম্বর: ২৫ নভেম্বর- ১৭ বছর আগে মুম্বাইয়ে খুনের ঘটনায় গ্ৰেফতার বহরমপুরের যুবক।
  
ডিসেম্বর: ৫ ডিসেম্বর- জঙ্গিপুরে প্রশিক্ষণ চলাকালীন 'নন লেথাল' বিস্ফোরণে জখম দুই পুলিশকর্মী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.