নেতাজি কে রাশিয়া জেলে বিষ প্রায়োগ করে হত্যা করা হয়।
অমল গুপ্ত ,কোলকাতা : আজ মুম্বাই প্রেস ক্লাবে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইন জীবি জয়দীপ মুখার্জি তাঁর গবেষণা ধর্মী বই চেকা বিষ প্রয়োগ করে নেতাজি সুভাষ চন্দ্র বসু কে হত্যার গবেষণা মূলক নথি পত্র তুলে ধরেন। আল ইন্ডিয়া লিগ্যাল এইড সেলের সাধারণ সম্পাদক নেতাজি গবেষক জয়দীপ মুখার্জী এর আগে দিল্লী সহ দেশের বিভিন্ন প্রেস ক্লাবে তাঁর গবেষণা ধর্মী বইটি নথিপত্র তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করেছেন।নেতাজি কে রাশিয়ার জেলে চেকা নামে বিষ পেয়োগ করে হত্যা করা হয়।আজও জয়দীপ বাবু সেই নথি তুলে ধরেন।এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী দাবি করেছিলেন।নেহেরু পরিবার এই হতা কান্ডের বিষয় টি জানতেন।তার সারা জাগানো বই বিশেষ সমাদর লাভ করেছে। তিনি বার বার নেতাজির জন্মদিনে জাতীয় চুটি ঘোষণার দাবি জানিয়েছেন।নেতাজি বিরোধী বিজেপি সেই আবে দিনে সারা দেয় নি।বরঞ্চ নেতাজি কে নানা ভাবে অপমান করছে।
কোন মন্তব্য নেই