স্বাধীনতার ৭৫ বছর ,আসন্ন স্বাধীনতা দিবস উদযাপন ব্যবস্থা চলছে ,আর দেশের বাঙালি হিন্দুদের জীবন জীবিকা সুনিশ্চিত হল না
অমল গুপ্ত ,কোলকাতা : বড় দুর্ভাগ্য বাঙালি হিন্দুদের , যারা দেশকে স্বাধীন করতে রক্ত দিল।আজ তাদের স্বাধীনতা প্রশ্ন চিহ্নের মুখে। বাংলদেশে প্রায় দু কোটি বাঙালির জীবন জীবিকার নিরাপত্তা নেই। এই বাঙালিরা বাংলদেশে কোটি কোটি টাকার বাড়ি, ঘর ,প্রাসাদ জমি জমা ছেড়ে গঙ্গাপাড়ে পালিয়ে এসে রাজত্ব করছে। এই রাজ্যের বাঙালি ইতিহাস ভুলে হিন্দুদের নির্যাতন দুর্দশা ভুলে ব্যক্তি স্বার্থ নিমগ্ন , বিলাসী জীবন যাপন করছে।কলকাতার সাহিত্যিক লেখক বুদ্ধি জীবি , সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে বিভোর।হিন্দুদের কথা চিন্তা করছে না। রাজ্যের বা দেশের ডেমোগ্রাফি দ্রুত পাল্টাচ্ছে। হিন্দু দের নেতা নেই।রাজনতিক শক্তি নেই। ক্রমশ বৃদ্ধি পাওয়া মুসলিম জনগোষ্ঠি কলকাতাকে তথা রাজ্যের কয়েকটি জেলাকে ক্রমশ গ্রাস করছে। প্রতিরোধ করার কেউ নেই।সরকার মুসলিম জনগোষ্ঠীকে সমর্থন করছে।আবার এই গঙ্গাপারে সব রাজনৈতিক সুযোগ পাওয়া মুসলিম র পদ্মাপাড়ে এই হিন্দুদের উপর লাগাতার নির্যাতন চালাচ্ছে। ভারত সরকার ভারতের বিজেপি সরকার হিন্দুদের উপর অত্যাচার দেখেও চুপ।
কোন মন্তব্য নেই