Header Ads

২৩ জানুয়ারি নেতাজি জয়ন্তি আসছে বাঙালিদের উচ্ছ্বাস সঙ্গে অপমান ও

অমল গুপ্ত ,কোলকাতা : বাঙালিদের আর শিরদাঁড়া সোজা নেই। বাংলদেশে হিন্দুদের  নির্যাতন চলছে নিধন চলছে আর  হিন্দুত্ব বাদী বিজেপি বিস্ময়কর ভাবে চুপ।বড় লজ্জা লাগে বড় দুর্ভাগ্য নেতাজির রক্ত থাকা  বাঙালিদের বিরুদ্ধে লাগাতার অত্যাচার চলছে।বিজেপি কেন্দ্রীয় সরকার ,তৃনমূল সরকার সব চুপ। হিন্দু ধর্মগুরু চিন্ময় সাধু বিনাবিচারে জেল বন্দি।বিচার পাচ্ছে না।ভারত সরকার চুপ।   বিজেপি   বাঙলা দেশী দের সমর্থন  করছে।ভারতকে আক্রমণ করছে আর বিজেপি তাদের সমর্থন করছে। বিজেপি  অবাক করছে ।বাংলদেশে র ভারত বিরোধী কার্যকলাপ কে সমর্থন করছে।। এই অবস্থা আগে দেখা যায়নি।হিন্দুদের পাশে বিজেপি নেই।ভাবতে কষ্ট হচ্ছে।  বাংলা ভাষী  ছাড়া অন্য ভাষা হিন্দুদের পাশে হিন্দুত্ব বাদী বিজেপি আছে।নেতাজি বাঙালিদের পাশে বিজেপি নেই।বিজেপি হিন্দুদের পাশে থাকলেও নেতাজির  রক্তের  বাংলা ভাষা  রক্তের বাংলা ভাষীদের পাশ থেকে বিজেপি সরে এসেছে।কষ্ট হলেও ভাবতে হচ্ছে। বাংলদেশে হিন্দুদের পাশে  কোন অভিবাবক নেই। ভাবা হয়েছিল আর এস এস, ,বিজেপি হিন্দু দের বিপদে পাশে দাঁড়াবে । দাঁড়ালো না।শত শত হিন্দু মন্দির ভাঙ্গা হল।  হিন্দু নিধন চলছে।ভারত সরকার চুপ। নেতাজি জন্মদিন আসছে তাকে নিয়ে প্রহসন  চলবে।দলের এক মুখপাত্র নেতাজি কে মুখ্যমন্ত্রীর সঙ্গে তুলনা করে  উপহাসের পাত্র হলেন।এবার নেতাজির  কে নিয়ে বাঙালিরা চূড়ান্ত  নোংরামি করবে। মেরুদণ্ডহীন  ,শিরদাঁড়া হীন বাঙালিরা নেতাজীর নাম নেওয়ার অধিকার হারিয়েছে।  বিজেপি সরকার নেতাজির প্রতি দায়িত্ব পালন করেনি।তার জন্মদিনে দেশে চুটি পর্যন্ত ঘোষণা করা হলনা।নেতাজি জন্মদিনে কলকাতায় হাঁড়িতে লাল কাপড় জড়ানো বিরিয়ানি  ,মাংস সঙ্গে মদ বেশি   বিক্রি হবে ,খাবে । নেতাজি কে নিয়ে চূড়ান্ত ব্যবসা চলবে। বাঙালি নিজের বোন কে বাঁচাতে পারে না। সেই বাঙালি  নেতাজি স্মরণ সভা করার অধিকার হারিয়েছে। বিশ্ব কাঁপানো প্রতিবাদ হল নিজের পড়ুয়া ডাক্তার সরকারি অফিসে খুন হলেন প্রমাণ লোপাটের সব ব্যবস্থা হল।    ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই প্রকৃত অপরাধী ধরতে পারল না।এক নিরীহ সিভিল পুলিশকে ধরে হাত  ধুয়ে নিয়েছে।  বাংলদেশে  আমার রক্তের হিন্দুরা যতই নির্যাতিত হউক না কেন  যতই খুন হন না কেন  মন্দির মূর্তি ভাঙ্গা হোক।আমাদের বিজেপি  সরকারের কোনো যাই আসে না। নেতাজি  সূর্যসেন , ক্ষুদিরাম  লাখো শহীদের  রক্ত ঝরা  বাঙালি দের রক্তের দাম ভারত সরকার দেবে না। একপক্ষীয় ভাবে মার খেতেই হবে। কারণ আমাদের নেতাজির বড় অভাব।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.