মণিপুরে হিংসাত্মক ঘটনা অব্যাহত, মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ক্ষমা প্রার্থী
অমল গুপ্ত ,গুয়াহাটি ,কোলকাতা: মণিপুরে আজও অগ্নিগর্ভ হিংসাত্মক ঘটনা থামার লক্ষণ নেই।মুখ্যমন্ত্রী এন বিরেন সিংহ পরিস্থিতির জন্যে শুধু দুঃখ প্রকাশ নয়। রীতিমত ক্ষমা চাইলেন। বিরোধী কংগ্রেস অভিযোগ করেছে প্রধানমন্ত্রী সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছেন।কেবল নিজের দেশের হিংসাদীর্ণ মণিপুরে যাবার সময় করে উঠতে পারছেন না। মুখ্যমন্ত্রী বিরেন জানান হিংসার ঘটনায় প্রায় ২০০ জন প্রাণ হারিয়েছে।১২,২৪৭টি অভিযোগ নথিভুক্ত হয়েছে গতকাল ও হিংসার ঘটনা ঘটেছে।








কোন মন্তব্য নেই