মুর্শিদাবাদ জেলার ১২৫ কিলোমিটার সীমান্তে, ,৪২,৩৫ কিলোমিটার স্থল ভাগ বাকিটা নদী ঘেরা
অমল গুপ্ত, ২ জানুয়ারি ,কোলকাতা : বাংলদেশে মুর্শিদাবাদ জেলার ১২৫ ,৩৫ কিলোমিটার সীমান্ত, মাত্র ৫০ কিলোমিটার কাঁটাতারের বেড়া দেওয়ার অনুমোদন পাওয়া গেছে। অধিকাংশ জল সীমান্ত উন্মক্ত, অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না বলে বিরোধীদের অভিযোগ। এই জেলার হরিহর পাড়ার একটি অনুমোদন হীন মাদ্রাসা ধরা পড়েছে। পশ্চিম বঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলে গেছেন মাদ্রাসা গুলিতে জেহাদি কার্যকলাপ চলে। তার কথার মূল্য দেওয়া হয়নি। ভারতের সঙ্গে বাংলদেশে ৪০৪৬ সীমান্তে মধ্যে পশ্চিমবঙ্গে সীমান্ত ২১৭ কিলোমিটার।অধিকাংশ খোলা সীমান্তে বাংলদেশে অনুপ্রবেশ ঘটছে।গতকাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন বাংলা দেশ সীমান্ত দিয়ে প্রতিদিন ২৫,৩০ জন মুসলিম অনুপ্রবেশকারী অসমে ঢুকছে।হিন্দু একজনও নেই।গতকাল গুয়াহাটিতে বলেন বাংলদেশে বড় শিল্প কাপড় কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।ভারতের উপর নির্ভরশীলতা বাড়ছে।বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে। বিরোধীরা দাবি করেছে ভোটার খসরা তালিকা প্রস্তুত করার সময় ১৭ লাখ ভুয়ো ভোটার ধরা পড়েছে। জাল পাসপোর্ট ,আধার কার্ড ধরা পড়ছে। মুর্শিদাবাদ জেলাতে জেল বন্দি জঙ্গিরা গোপনে তথ্য আদান প্রদান করার অভিযোগ বাইরে আসছে।এবিপি আনন্দ সূত্র এই গুরুতর অভিযোগ করেছে।








কোন মন্তব্য নেই