বাংলা দেশে বাঙালি হিন্দু নির্যাতন সীমা ছাড়িয়েছে , প্রধাণমন্ত্রী চুপ
অমল গুপ্ত ,১৩ ডিসেম্বর,কোলকাতা : বাংলা দেশে বাঙালি হিন্দু নির্যাতন সীমা ছাড়িয়েছে,প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী চুপ প্রতিক্রিয়া নেই। গতকাল রাজ্যসভায় তৃনমূল সাংসদ সুস্মিতা দেব বাংলদেশে হিন্দুদের নির্যাতনের অভিযোগ করে অবিলম্বে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ দাবি করে সদনে বিবৃতি দেওয়ার দাবী জানান। তৃণমূলের আর এক সাংসদ একই দাবি জানান।কিন্তু বাংলদেশে অত্যাচারিত হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে না ভারত। নেতাজি সুভাষ ,ক্ষুদিরাম , চট্রগ্রামের সূর্যসেন প্রীতিলতা ওয়াদ্দেদার স্বাধীনতার জন্যে লড়াই করছিলেন তাদের পাশে ভারত সরকার থাকবে না? ভাবতে অবাক লাগে। ভারত সেনা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে, ৩০ লাখ শহীদ এর রক্ত ঝরিয়ে বাংলদেশে স্বাধীনতা এনে দিয়েছে।সেই বাঙালি হিন্দুকে আজ লাথ মেরে তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক বাংলাদেশ সরকার।আর অকৃতজ্ঞ মহম্মদ ইউনূস। বিনা বিচারে চট্রগ্রাম জেলে বন্দী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের জন্যে গিয়ে আবার অপমানিত হলেন সে দেশের সুপ্রিমকোর্টের আইন জীবি রবীন্দ্র ঘোষ। তাকে মারধোর করার পর আবার গতকাল তার আবেদন খারিজ করে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন বাংলদেশে বিচারের নামে প্রহসন চলছে। বয়স্ক আইন জীবি রবীন্দ্র ঘোষ বলেন তিনি বাংলদেশে হিন্দু দের অধিকার রক্ষার লড়াই করবে
।








কোন মন্তব্য নেই