সিবিআই ৯০ দিনেও চার্জশিট দিতে পারল না,
নয়া ঠাহর ,কোলকাতা : কোলকাতা আর জি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া ডাক্তার সরকারের নিরাপত্তার ঘেরা টোপ এ চার মাস আগে খুন হলেন।তথ্যপ্রমাণ লোপাটের বহু অভিযোগ উঠেছিল দেশের শীর্ষ স্থানীয় তদন্তকারী সংস্থা সিবিআই ৯০ দিন ধরে তদন্ত করেও অভিযুক্তদের চার্জ শিট দিতে পারল না। তারা তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল , আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মর্গের মরদেহ পাচার করতেন ভুয়ো জাল ঔষধ বিক্রি করে কোটি কোটি টাকা পাচার করে।সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষেরও আজ জামিন হয়ে গেল। সিবিআই বলে তাদের তদন্ত শেষ হয়নি। সারা বিশ্বে সিবিআই তদন্ত নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।সিপিএম অভিযোগ করেছে তৃনমূল বিজেপি মিলে মিশে কাজ করছে।এই খবর শুনে নির্যাতিতার মা বাবা কেঁদে ফেলেন শিক্ষক নিয়োগ ইস্যুতে প্রধান অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় ও ছাড়া পেয়ে যাচ্ছেন। দুটি ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বার্থ হল।








কোন মন্তব্য নেই