দিল্লিতে বাংলদেশে ছাত্র খোঁজে পুলিশ
বাংলাদেশি ছাত্র চিহ্নিত করতে নির্দেশ দিল্লির স্কুলে
প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তৈরি হওয়া দৈত্যের আবহে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে নতুন করে কোমর বেঁধে নামছে সরকার। দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীর পরিচয় গোপন করে থাকছে বলে গত কয়েক মাস ধরেই সরব বিজেপি নেতৃত্ব। এ বারে দিল্লির সরকারি স্কুলগুলিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিল দিল্লি পুর নিগম। পাশাপাশি অনুপ্রবেশকারীদের যাতে জম্মের শংসাপত্র না দেওয়া হয়, সেই নির্দেশিকাও জারি করা হয়েছে।
দিল্লি পুরসভার নিয়ন্ত্রণ অরবিন্দ কেজরিওয়ালের আম আমদমি পার্টির হাতে থাকলেও দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার ভার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, গত ১২ ডিসেম্বর এক উচ্চ পর্যায়ের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি স্কুলগুলিকে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের শনাক্ত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি এ নিয়ে কী পদক্ষেপ করা হচ্ছে, সে সম্পর্কে সাপ্তাহিক রিপোর্টটিও দিতে বলা হয়েছে স্কুলগুলিকে।
সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে নির্দেশকেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








কোন মন্তব্য নেই