মুর্শিদাবাদ জেলাতে জাল পাসপোর্ট চক্র
অসমে যাতায়াত বাড়ি ফিরলেন ছিল মিনারুলের, আব্বাসের স্ত্রী
দেশদ্রোহিতা, জাল পাসপোর্ট চক্রে জড়িত থাকার সন্দেহে হরিহরপাড়ার দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। বুধবার ভোরে রাজ্য পুলিশের এসপিএফ ও জেলা পুলিশের সহায়তায় হরিহরপাড়ার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দারা আব্বাস আলি ও মাগুড়া এলাকার বাসিন্দা মিনারুল শেখকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। সূত্রের দাবি, ধৃতরা জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ইউএপিএ'র একাধিক ধারায় মামলা রুজু করেছে অসম এসপিএফ।
সূত্রের দাবি, ধৃতরা আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটি-র সঙ্গে যুক্ত। তবে আব্বাস ও মিনারুলের পরিবারের লোকেরা সে অভিযোগ মানতে নারাজ।
তবে সূত্রের দাবি, পাম্পসেট সারাইয়ের পাশাপাশি অসম থেকে পেঁয়াজের বীজ নিয়ে এসে এলাকার চাষীদের কাছে বিক্রি করতেন মিনারুল। গত কয়েক বছরে সেই সূত্রে অসমে যোগাযোগ তৈরি হয় মিনারুলের। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এর আগেও একাধিক বার অসাম থেকে মিনারুলের বাড়িতে লোক বেড়াতে এসেছিল। যদিও সে কথা অস্বীকার করেন মিনারুলের এর পরিবারের লোকেরা। সূত্রে দাবি একটি ওয়াটস্যাপ গ্রুপে যুক্ত ছিলেন মিনারুল ও আব্বাস। নিয়মিত সেখানে কথাবার্তাও চলত। মোবাইল ফোন ঘেঁটে সেই তথ্য উদ্ধারের চেষ্টা করেছেন তদন্তকারীরা।(আনন্দ বাজার সূত্র )








কোন মন্তব্য নেই