বাংলদেশে ইসলামী শাসন চাইছে ইউনূস বলেন তসলিমা নাসরিন
অমল গুপ্ত ,কলকাতা :বাংলা নিউজ ১৮ চ্যানেল এক সাক্ষাৎকারে বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন বলেন যারা বাংলদেশে পন্থী তাদের ভারত পন্থী হতেই হবে। নিজেকে সেই গোত্র হিসাবে গণ্য করে বলেন ইউনূস সরকার বাংলদেশে ইসলামী শাসন চালু করতে চাইছে পাকিস্তান কে পাশে নিয়ে। যে পাক সেনা ১৯৭১ সালে ৩০ লাখ মানুষকে হত্যা করেছে ২ লাখ বাঙালি মহিলাকে ধর্ষণ করেছে। সেই বাংলদেশে ,৯০ বছরের বৃদ্ধ আব্দুল হাই কানু স্বাধীনতা সংগ্রামী কে জুতোর মালা পড়িয়ে ঘোরানো হয়।সব কলেজের অধ্যাপক দের মারধর করে বিতারণ করে হচ্ছে।এদিকে শেখ হাসিনা কে দেশে আনতে চাইছে।তার বিরুদ্ধে দূর্নীতি সহ নানা মামলা দায়ের করছ ইউনূস সরকার।








কোন মন্তব্য নেই