Header Ads

দেশের অন্যতম বিশিষ্ট অর্থনীতিবিদ ড মনমোহন সিংহ প্রয়াত

অমল গুপ্ত , গুয়াহাটি ,২৭ ডিসেম্বর:কোলকাতা: দেশের অন্যতম অর্থনীতিবিদ মনমোহন সিংহ  চলে গেলেন। নীতিহীন দুর্নীতিপরায়ণ  মানসিকতার দেশে উজ্জ্বল ব্যক্তিত্ব মনমোহন। অসম থেকে রাজ্যে সভার সদস্য  নির্বাচিত হয়েছিলেন। অসমের প্রাক্তন মুখ্য মন্ত্রী হিতেশ্বর সাইকিয়ায় ব্যক্তিগত অগ্রহে পাঞ্জাবের মানুষ উচ্চশিক্ষিত অর্থনীতিবিদ  রাজসভাতে  দুদুবার নির্বাচিত  হয়ে প্রধান মন্ত্রীর পদ অলংকৃত করেন। অসমে দিস পূর বিধানসভার অর্ন্তগত  সরু মত রিয়া অঞ্চলে হিটেশ্বর সাইকিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। সেই  সাধারণ বাড়িতে  এসে ভোট দিয়ে যেতেন  মনমোহন সিং। এই বাড়ির ঠিকানা  অসমের মর্যাদা বাড়িয়ে তোলেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী  মনমোহন কে পুতুলের মত ব্যবহার করেছিলেন বলে রাজনৈতিক মহলের অভিযোগ উড়িয়ে দেওয়া যাবেনা। তাঁর মৃত্যুতে অসমে কংগ্রেস মহলে শোকের ছায়া নেমে আসে।মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা  ,বিরোধী দল পতি দেবব্রত সইকিয়া  প্রমুখ গভীর  শোক প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি দলের হলেও কংগ্রেস ঘরানার একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন। হিতেশ্বে র সাইকি হিমন্ত বিশ্ব শর্মা কে স্নেহ করতেন।রাজনীতির অঙ্গনে নিয়ে এসেছিলেন। ডা মনমোহন সিং এর সঙ্গে মুখ্যমন্ত্রী  সুসম্পর্ক ছিল।  ডা মনমোহন  সিংহ  খুবই সাধারণ জীবন নির্বাহ করতেন নিরামিষ ভোজি  ডা, সিনহা রাতে ঢেঁড়স ভাজা রুটি খেতে পছন্দ করতেন। গুয়াহাটিতে থাকার সময় দেখেছি তার দৈনন্দিন অতি  সাধরণ জীবন যাত্রা।আজকের  নেতা মন্ত্রীদের মত বিলাসী জীবন ভোগ করতেন না। বিশিষ্ট অর্থনতিবিদ হিসাবে বিশ্বের  দরবারে ভারতের সুনাম কুড়িয়ে এনে ছিলেন।৯২ বছর বয়সে নয়া দিল্লির এমস এ মারা   শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের  বিরল রাজনীতিবদের মৃত্যুতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁর আত্মার প্রতি  শ্রদ্ধা নিবেদনের জন্যে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভায়  ১১  টা বৈঠক  অনুষ্ঠিত হবে। অসমের মুখ্যমন্ত্রী সঙ্গে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা  ব্যানার্জী গভীর শাক প্রকাশ করেন।  তিনি বলেন দেশের অর্থনীতি সংস্কার    অবদান ছিল। আজ রাষ্ট্রীয় মর্যাদায়  অন্তিম  শ্রদ্ধা জানানো হবে। সাত দিনের রাষ্ট্রীয় শোকজ  ,আগামী কাল অন্তিম যাত্রা।সরকারি কর্মসূচি বাতিল। সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী শোক প্রকাশ করে বলেন তাঁর মত সৎ রাজনীতিবিদ দেশে বিরল।অসমের বিরোধী  দলপতি দেবব্রত সাইকি যা আজ দিল্লী যাবেন। অন্তিম যাত্রায় অংশগ্রহণ করবেন  মুখ্যমন্ত্রী হীতেশ্বর সাইকিযা পুত্র দেবব্রত। হিমন্ত বিশ্ব  শর্মা ও যেতে পারেন। উল্লেখ্য এই ডা ,মনমোহন সিংহ সংসদে বাংলদেশে নির্যাতিত হিন্দুদের সম্পর্কে বলেছিলেন ভারতে চলে যাওয়া হিন্দুরা  ব নাফাইড  রিফিউজি যতের নাগরিকত্ব দেওয়া ভারত সরকারের দায়িত্ব।  বহরমপুরে প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী শোক প্রকাশ করে তার অধীন কেন্দ্রীয় মন্ত্রিত্বের অভিজ্ঞতা স্মরণ করিয়ে দেন।  পাকিস্থানের বাহ্ তে  জন্ম  ড সিংহ  রিজার্ভ ব্যাংকের  গর্ভনর, দুবারের  প্রধাণমন্ত্রী, সিংহ নিজেই বলতেন ইতিহাস তাকে মনে রাখবে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.