বাংলদেশে ৬ হাজারের বেশি হিন্দু নির্যাতন ,বড়দিনে বান্দরবনে খ্রিষ্টান দের ১৭ টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে
অমল গুপ্ত ,কোলকাতা : বাংলদেশে সচিবালয় জ্বালিয়ে দেওয়া হল । বড়দিনে খ্রিষ্টান দের উৎসবে বান্দরবনে ১৭ টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।চট্টগ্রামে বৌদ্ধদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। মহম্মদ ইউনূস সরকার বাংলদেশে হিন্দু খ্রীষ্টান বৌদ্ধদের জীবন সম্পত্তি নিরাপত্তা নেই। ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ জেল বন্দি এক মাস হল।আগামী ২ তারিখে শুনানি আছে। তাঁর প্রতি উপযুক্ত যত্ন নেওয়া হচ্ছে না।সারা বাংলার হিন্দু জনগোষ্ঠীকে এক জোট করে হিন্দু হোমল্যান্ড গড়ার চেষ্টা করায় বাংলদেশে ভয় পেয়ে গেছে। বিনাবিচারে আটকে রাখা হয়েছে।








কোন মন্তব্য নেই