Header Ads

২৫ ডিসেম্বর বড় দিনের পবিত্র তিথিতে কান্দি ঝড় নাট্যগোষ্ঠীর বাৎসরিক উৎসব সূচনা হল

অমল গুপ্ত ,কোলকাতা : মুর্শিদাবাদ জেলার   উজ্জ্বল পরম্পরার  কান্দি  ঝড় নাট্য গোষ্ঠীর  উৎসব  শুরু হল। এই গোষ্ঠীর কর্ণধার পঞ্চানন দাসের ঘোষণা অনুযায়ী  সমবেত সঙ্গীত পরিবেশনের পর প্রদীপ প্রজ্জ্বলন করে  উৎসবের সূচনা  অনন্য নজির সৃষ্টি করে। আধ্যাত্মিক,   মুক্তি,জেহাদ শপথের অঙ্গীকার করে সমবেত সঙ্গীত পরিবেশন নতুনত্ব  র স্বাদ এনে দিয়েছিল।, ২৭ তম সারা বাংলা নাট্য উৎসব চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিন তবলা লহরা পরিবেশন করেন  শুভম আচার্য   ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রণব আচার্য  ।কান্দি  রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অডিটরিয়াম এ সন্ধ্যা ৬ টা থেকে  এই নাটক শুরু হচ্ছে।  ১৯৭৫ সাল থেকে যাত্রা  পালা তে সক্রিয় শিল্পী হিসাবে  কাজ করা  বিজয় খাত্র কে  সম্বর্ধনা জানানো হয়। তিনি স্মৃতি হাতড়ে কিছু কিছু ডায়ালগ   স্মরণ করিয়ে দেন।রাজমিস্ত্রির কাজ করা  বিজয়  প্রমাণ করে দেন  যে কোনো পেশা শিল্পী সত্তাকে  থামিয়ে দিতে পারেনা।    শিল্পী  শিল্পীই ।  এই অডিটোরিয়ামে  শান্তিনিকেতন আর্ট কলেজের এক  ছাত্রী শিল্পী আনমনে সমবেত সঙ্গীতের তালে স্কেচ  এঁকে গেলেন ,নামটা জিজ্ঞাসা করা হল না।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.