Header Ads

মুর্শিদাবাদ ৪৪ তম বইমেলা শুরু হল

অমল গুপ্ত , বহরমপুর : মুর্শিদাবাদ জেলার ৪৪ তম বইমেলা শুরু হল। ভাষা নিয়ে সম্প্রীতি গড়ে তোলার অঙ্গীকার  করে এই বইমেলা  ১১ ডিসেম্বর শুরু হয়েছে চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত।আজ সাংস্কৃতিক মঞ্চে শিশুদের  সঙ্গীত, আবৃত্তির  নৃত্য ডালি  সাজিয়ে এক সুন্দর সন্ধ্যা উপহার দেওয়া হয়। মুর্শিদাবাদ সাংস্কৃতিক মঞ্চের মহিলা  শিল্পী সমাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যাযএর রচনা  করা সমবেত সঙ্গীত পরিবেশন করেন।     বেরহামপুর স্কয়ার ফিল্ড এই বই মেলা অনুষ্ঠিত হচ্ছে।



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.