প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত র জন্মদিনে দুটি গ্রন্থ উপহার পত্নী জয়শ্রী গোস্বামী মহান্তের
অমল গুপ্ত, কলকাতা ২৪ ডিসেম্বর: স্বামী স্ত্রীর চিরন্তন প্রেম, ভালবাসার জ্বলন্ত উদাহরণ অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত আর পত্নী পদশ্রী জয়শ্রী গোস্বামী মহন্ত র। জয়শ্রী গোস্বামী মহন্ত প্রাক্তন রাজ্যসভার সদস্য, ভালো লেখিকা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত । অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি। সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপ্ত লেখিকা।স্বামী মহন্ত র ৭২ তম জন্মজয়ন্তী তে দুটি ধর্মীয় গ্রন্থ লিখে উপহার দেন। প্রফুল্ল কুমার মহন্ত দুবারের মূখ্যমন্ত্রী পদে ছিলেন। তার গ্রহণযোগ্যতা আজও আছে।বয়সের ভারে আজ অসুস্থ ।গুয়াহাটি এক হোটেলে অসমের রাজ্য পাল ,চাণক্য বিদুর নামে দুটি গ্রন্থ প্রণেতা জয়শ্রী।ধর্মের আধার এ রচিত।মূল্যবান গ্রন্থ দুটি উন্মোচন করেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। এর আগে গুয়াহাটি তে প্রফুল্ল কুমার মহন্ত র জন্মদিনে জয়শ্রী মহন্ত র গ্রন্থ উপহারের দিনে এই প্রতিবেদক উপস্থিত ছিলেন। মহন্ত দা আর বাইদর প্রতি আন্তরিক শুভেচ্ছা থাকলো। আশা থাকলো আগামী বছর জয়শ্রী গোস্বামী মহন্ত আবার বই লিখে মহন্ত দার জন্মদিনে উপহার দেবেন।








কোন মন্তব্য নেই