Header Ads

ফিরবে কি তুষার যুগ?

ফিরবে কি তুষার যুগ
 দেবদূত ঘোষ ঠাকুর
উত্তর মেরু এলাকায় গত কয়েক বছর ধরে ডিসেম্বর -জানুয়ারি মাসে এক অদ্ভুত বিষয় ঘটছে। উত্তর মেরুতে যে বাতাস উত্তরমুখী হওয়ার কথা তা বইতে শুরু করেছে দক্ষিণ দিকে। যার কারণ, বরফ গলে একদিকে যেমন জল হয়েছে, তেমনই গরম বাতাসের স্তর ক্রমশ পুরু হচ্ছে। তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্তের জন্যই নাকি পৃথিবীতে ফিরে আসতে পারে তুষার যুগ। আজ শুনবো পৃথিবীর সেই বিপদের কাহিনী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.