২০২৫ নতুন বছর গ্রন্থ বছর হিসাবে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার
অমল গুপ্ত ,কোলকাতা, ২৪ ডিসেম্বর :আসন্ন নতুন বছরকে গ্রন্থ বছর হিসাবে উৎসর্গ করেন অসমের মুখ্যমন্ত্রী ।তিনি এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করে প্রত্যেক জন মন্ত্রীকে গ্রন্থমেলা থেকে গ্রন্থ কেনার নির্দেশ দেন।মন্ত্রীদের বিভাগ কেও বই কেনার নির্দেশ জারি করেন।এইবার গ্রন্থ বছরে সরকারি গ্রন্থ মেলা অনুষ্ঠিত হবে খানাপাড়া ময়দানে। বছরের শেষে ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বনভোজন ব্যাপক হারে মদ খাওয়া গাড়ি দুর্ঘটনা এড়াতে বিজেপি সরকার এই প্রথম এস ও পি জারি করেছে। যান বাহন তল্লাশি চলছে।আজ অসমে আম্মেদকর সম্মান যাত্রা অনুষ্ঠিত হবে। দুই সাংসদ রকিবুল হোসেন ,গৌরব গগৈ উদ্যেগে এই যাত্রা শুরু হয়। ওদিকে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ইস্থাহার কমিটি গঠন করেছে বিজেপি। সাংসদ ফনী ভূষণ চৌধুরী , কেশব মহন্ত কে সভাপতি করে নিয়ে রমেন্দ্র নারায়ণ কলিতা প্রমুখ নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ১৪ জন মন্ত্রীকে ২৮ টি রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার পঞ্চম ও অষ্টম শ্রেনী তে পুনরায় পাশ ফেল চালু করার সিদ্ধান্ত নিয়েছে।এই ব্যবস্থা কে শিক্ষা বিভাগ স্বাগত জানিয়েছে।পশ্চিমবঙ্গে তৃনমূল সরকার আজ রাজ্যে জেলাজুড়ে আম্বেদকর সমর্থনে সম্মান দিবস পালন করা হচ্ছে।অসম বিজেপি সরকার শিশু বিবাহ রোধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে।১৮ বছরের নিচে নয় ১২,১৩,১৪ বছরের বিবাহ করা ৭১৭ জন পুরুষ কে পুলিশ গ্রেফতার করেছে।পশ্চিমবঙ্গে অবস্থা খুবই খারাপ।শিশু বিবাহ গ্রাম বাংলায় ঘটে চলছে।নিয়ন্ত্রণ নেই। অসমে কড়া পদক্ষেপ গ্রহণ করায় শিশু বিবাহ অনেক কমেছে।








কোন মন্তব্য নেই