বাংলদেশে যশোরে হিন্দু মহিলাকে বিষ খাইয়ে হত্যা
নয়া ঠাহর, সংবাদদাতা ,কোলকাতা : বাংলা দেশে লাগাতার হিন্দু নির্যাতন অব্যাহত। মহম্মদ ইউনূস মসনদে বসার পর ৬ হাজারে বেশি নির্যাতন ঘটনা ঘটেছে।গতকাল যশোরে এক হিন্দু মহিলাকে বিষ প্রয়োগ করা নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে। গণধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। বাংলদেশে হিন্দু নির্যাতন অব্যাহত পশ্চিম বঙ্গের হিন্দুরা বিশেষ করে কলকাতার বুদ্ধিজীবি প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে। শান্তির বার্তা নিয়ে এক ইমাম সহ ধর্মীয় সংখ্যালঘু সর্ব দলীয় প্রতিনিধি দল বাংলদেশে যাবে বলে জানা গেছে। মহম্মদ ইউনিস ক্ষমতায় বসার পর করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে বিস্ফোরক বোঝাই জাহাজ এসেছে। মায়ানমার সীমান্তে ২৭১ কিলোমিটার আরাকান সেনারা দখল করে রেখেছে বলে অভিযোগ এসেছে। চট্টগাম সীমান্তে মায়ানমার হাজির।পশ্চিমবঙ্গে মাধ্যমিক এডমিট কার্ড বার্থ সার্টিফিকেট থেকে পাসপোর্ট তৈরির বহু অভিযোগ এসেছে ।উত্তর ২৪ পরগনা থেকে জাল নথি পুলিশ উদ্ধার করেছে। কলকাতা খিদিরপুর ,গার্ডেনরিচ, পার্ক স্ট্রীট অঞ্চলে জাল নথি চক্র সন্ধান করছে পুলিশ। কলকাতা বারাসাত, মধ্যমগ্রাম , সখের বাজার গাই ঘাটা অঞ্চলে পুলিশ খোঁজখবর করছে।








কোন মন্তব্য নেই