কান্দি তে হুনুমান জয়ন্তি
মৌমিত দাস কান্দি। হনুমান জয়ন্তী:
হনুমান দৈব বায়ু দেবতা বায়ু দ্বারা নিযুক্ত হয়েছিলেন এবং অঞ্জনার কাছে জন্মগ্রহণ করেছিলেন, একজন অপ্সরা যিনি বানর হিসাবে জন্মগ্রহণ করার জন্য অভিশপ্ত ছিলেন এবং বানরদের রাজা কেশরী। হনুমানের জীবন একটি যুগান্তকারী মোড় নেয় যখন তিনি হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম প্রকাশ ভগবান রামের কাছে ছুটে যান। সেই প্রেক্ষিতে কান্দি তে হনুমান জয়ন্তি আয়োজন হয়েছে।
কান্দিতে খুব জাকচমক করে পালন করা হচ্ছে বজরংবলী পুজো। পুজো টি হয় মঙ্গলবারে। পুজোর শুরুতে ঘট ভরতে যাবার সময় ১০০ টি মেয়ে এবং ছেলে যায় তাদের সাথে ঘট ভরতে। ও তাঁদের সাথে বিভিন্ন রকমে বাজনা ও যায়। পুজো শুরু হয় মঙ্গলবারে ১০ টা সময় এবং অনেক বড়ো করে জোগ্যগ হয়। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে প্রোগ্রাম আজ ৫ দিন হল সেই প্রোগ্রাম। আজ আসার কথা আছে বাংলা সিনেমার একটি অভিনেতা সৌরভের। কালকে একটি বড়ো করে শোভাযাত্রা বেড়োবে ও কালকে ঠাকুর বিসর্জন হবে।








কোন মন্তব্য নেই