নেতাজি সুভাষচন্দ্র চেয়ারে বসে কলকাতার মেয়র বাঙালি হিন্দুদের অপমান করলেন
অমল গুপ্ত ,কোলকাতা : এর আগে ভরতপুরের তৃনমূল বিধায়ক হুমায়ন কবির হুশিয়ারি দিয়েছিলেন "মুর্শিদাবাদ জেলার ৭০ শতাংশ মুসলিম জনগোষ্ঠির বাস অবশিষ্ট ৩০ শতাংশ হিন্দুকে মেরে কেটে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেওয়া হবে।" এতবড় উস্কানিমূলক কথা বলার পর তৃনমূল সরকার একবারও সতর্ক করেনি।এবার সরকারের অন্যতম প্রধান নেতা ফিরহাদ হাকিম বলেন "রাজ্যের সংখ্যালঘুরা আল্লার আশীর্বাদ পেলে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীতে পরিণত হবে।" বিজেপি অভিযোগ করে কলকাতাকে মিনি পাকিস্থান বানানোর চক্রান্ত চলছে। মন্ত্রী জবাবে বলেন তিনি ধর্মনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী। । তিনি আরো বলেন মোমবাতি বিছিল করে বিচার চাইছেন তাতে কিছু হবে না।বিচার আসবে না।প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী অভিযোগ করেন মন্ত্রীর উস্কানি মূলক বক্তব্য কে তৃনমূল সমর্থন করেছেন।








কোন মন্তব্য নেই