Header Ads

শ্রী ঠাকুর বলেছিলেন নবাবী আমলের টাকা বাদশাই আমলে চলে না

শ্রীঠাকুর একদিন বলেছিলেন, "ওরে, নবাবী আমলের টাকা বাদশাই আমলে চলে না ৷" টাকার উপাদান যদিও এক, তবু গঠন ও ছাপ বদলায় ৷

তাই শ্রীঠাকুর হয়েছিলেন, যুগ প্রয়োজনে 'সর্ব ধর্ম স্বরূপ' — 'যত মত তত পথ' ছিল তাঁর নূতন ছাপ ৷ .....তাঁর দিব্যবাণী — "যে এখানে আসবে ( রামকৃষ্ণের এই নূতন ভাব নেবে ) তার চৈতন্য হবে ৷"

তিনি আরো বলেছিলেন, "এবার ছদ্মবেশে আসা, যেমন জমিদার — গোপনে কখনো জমিদারি দেখতে যায় — তেমনি ৷" সেজন্য এবার পূর্ণ সাত্ত্বিক ভাবের আবির্ভাব ৷ রূপ, বিদ্যা, সর্বপ্রকার ঐশ্বর্য ও বিভূতির কোন প্রকাশ নেই ৷ শুধু পরা-ভক্তি, পরম জ্ঞান ৷ অপূর্ব ত্যাগ, জ্বলন্ত বৈরাগ্য, উদ্বেল ঈশ্বরপরায়ণতা, বিশ্বপ্লাবী প্রেম রামকৃষ্ণ অবতারের ভাবৈশ্বর্য ৷.....যাঁরা ভাগ্যবান তারাই চিনেছিল এই ছদ্মবেশীকে ৷ যাদের শেষজন্ম, তারাই ধরতে পারবে এই সর্বভাবময়কে ৷..... তাঁর সহধর্মিণী শ্রীসারদাদেবীর জীবনও ছিল সর্বতোভাবে তার পরিপোষক ৷ আর এই বৈশিষ্ট্যই শ্রীরামকৃষ্ণ-সন্তানদের শ্রীরামকৃষ্ণের মতোই শ্রীশ্রীমায়ের প্রতিও শ্রদ্ধালু করেছিল ৷

শ্রীরামকৃষ্ণদেব আরো বলেছিলেন, "আমার সব ধর্ম একবার করে নিতে হয়েছিল ৷ হিন্দু, মুসলমান, খ্রীস্টান আবার বৈষ্ণব, বেদান্ত — এসব পথ দিয়েও আসতে হয়েছে — দেখলাম সেই এক ঈশ্বর, তাঁর কাছেই সকলে আসছে — ভিন্ন ভিন্ন পথ দিয়ে ৷" 

তাঁর সাধন ও সিদ্ধি সবই এই নূতন আদর্শ স্থাপনের জন্য ৷

        🙏 স্বামী অরূপানন্দ 🙏

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.