Header Ads

আইনজীবী রবীন্দ্র ঘোষ চট্রগ্রামে জেলবন্দী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে অবশেষে সাক্ষাৎ

অমল গুপ্ত ,কোলকাতা  ১৩ ডিসেম্বর:বাংলদেশে বাঙালি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর  লাগাতার নির্যাতন নিয়ে  সংসদে দেশের  বিদেশমন্ত্রী জয় শংকর গতকাল ১৩ ডিসেম্বর উদ্বেগ প্রকাশ  করেন। প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দেননি। বাংলদেশে হিন্দুদের উপর  অত্যাচার অব্যাহত। বিনাবিচারে জেল  বন্দি চিন্ময় কৃষ্ণ দাস কে জামিন দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ  বারবার দাবি করেও  অত্যাচারিত হন। জামিন  চেয়ে  গতকাল, চট্রগ্রাম জেলে বিনা বিচারে বন্দি চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে সাক্ষাৎ করেন তাকে দেখে চিন্ময় কৃষ্ণ কেঁদে ফেলেন। বাংলদেশে আইনজীবী রা চট্রগ্রাম প্রেস ক্লাবে  ইসকনের বিরুদ্ধে বিষোদ্গার করেন। জামালপুর কালীবাড়ি ভাঙ্গ চুর করা হয়। মোহন  বাগান, ইস্টবেঙ্গল  মহামেডান একসঙ্গে হিন্দু নির্যাতনের প্রতিবাদ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.