মুর্শিদাবাদ জেলাতে বাংলদেশে র জঙ্গি গ্রেফতার
হরিহরপাড়ায় জঙ্গি সন্দেহে গ্রেফতার ২
২০২০ সালের সেপ্টেম্বরে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে মুর্শিদাবাদের ডোমকল মহকুমার বিভিন্ন এলাকার ন'জনকে গ্ৰেফতার করে এনআইএ। তারপর এ বার হরিহরপাড়ায় ভিন্ রাজ্যর এসটিএফের হানা। হরিহরপাড়ার পৃথক দুই এলাকা থেকে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে অসম এসটিএফ। সূত্রের খবর বুধবার ভোরে অসম এসটিএফ, রাজ্য পুলিশের এসটিএফ ও জেলা পুলিশের একটি বিশেষ দল হরিহরপাড়ার নিশ্চিন্তপুর ও মাগুড়া এলাকায় অভিযান চালায়। অসম এসটিএফের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে চলে ওই অভিযান।
হরিহরপাড়ায় নিশ্চিন্তপুর এলাকার আব্বাস আলির বাড়িতে প্রথমে অভিযান চলায় তাঁরা। তাকে গ্রেফতার করা হয়। আব্বাসের বাড়ি থেকে অসম এসটিএফের আধিকারিকের বাজেয়াপ্ত করেছেন দু'টি মোবাইল ফোন, আধার কার্ড বেশ কিছু বইপত্র ও নথি।
ঠিক তার আধ ঘন্টা পরে মাগুড়া গ্ৰামে মিনারুল শেখের বাড়িতে অভিযান চালানো হয়। তাকে গ্রেফতারের পাশাপাশি তার বাড়ি থেকে উদ্ধার হয় দু'টি মোবাইল ফোন, ভোটার কার্ড একটি পেনড্রাইভ ব্যাঙ্কের পাশবই সহ বেশ কিছু বইপত্র ও নথি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ৬১ (২), ১৪৭/১৪৮/১৪৯ ও ইউএপিএ'র ১০/১৩/১৬/১৮বি/২০ ধারায় ও পাসপোর্ট আইনের ১২ (১) ধারায় মামলা রুজু হয়েছে। বুধবারই তাদের অসম নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। সূত্রের খবর, তাঁরা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত। জাল পাসপোর্ট চক্রের সঙ্গেও ধৃতরা জড়িত বলে পুলিশের দাবি।








কোন মন্তব্য নেই