Header Ads

বাংলদেশে হিন্দু নির্যাতন বন্ধে ,চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে ভারতীয় গণ পরিষদের স্মারক পত্র প্রদান

বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার বন্ধ ও চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে স্মারকপত্র প্রদানঃ

 নয়া ঠাহর। ,সংবাদদাতা :গুয়াহাটীঃ ভারতীয় গন পরিষদ পার্শ্ববর্তী বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বিশেষকরে হিন্দু সম্প্রদায়ের উপর যে অমানুষিক অত্যাচার চলছে তা তীব্র ধিক্কার ও বন্ধের দাবি, ধর্মগুরু চিন্ময় প্রভুর মুক্তির দাবি সম্বলিত স্মারপ পত্র প্রদান করে গুয়াহাটীস্ত বাংলাদেশর সহকারী উচ্চ আয়ুক্ত মহাশয়কে৷ উক্ত কার্য্যক্রমে ভা গ প দলের কেন্দ্রীয় কার্য্যকরী সভাপতি শান্তনু মুখার্জী ও মহিলা শাখার কার্য্যকরী সভানেত্রী জয়া মুখার্জি সহ উপ-সভাপতি ছামাদ চৌধুরী, সাধারণ সম্পাদক জোতিষ মুখার্জী, মহানগর সমিতির সভাপতি মতিলাল সরকার, উপ-সভাপতি আশীষ পাল, বিপ্লব কর, উজ্জ্বল রায়, কেন্দ্রীয় সমিতির প্রচার সম্পাদক প্রনয় দাস অংশগ্রহণ করেন৷

প্রনয় দাস
প্রচার সম্পাদক
ভারতীয় গন পরিষদ

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.