পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ,কুচবিহার, মালদহ , জেলাতে স্লিপার সেল সক্রিয় ,জঙ্গিদের করিডোর
অমল গুপ্ত ,কোলকাতা :বাংলদেশে জেল থেকে হাজার খানিক জঙ্গি জেল ভেঙে পালিয়েছে।আর পশ্চিমবঙ্গে হাজার চারেক ভুয়ো পাসপোর্ট ধরা পড়েছে বলে পুলিশের অভিযোগ।সেই জাল।পাসপোর্ট ব্যবহার করা জঙ্গিরা পশ্চিমবঙ্গে অবাধে ঢুকছে বলে কলকাতা অসমের পুলিশ গুরুতর অভিযোগ করেছে। মুর্শিদাবাদ জেলতে মাদ্রাসা নামে জঙ্গি প্রশিক্ষণ চলছে বলে পুলিশের অভিযোগ ।সংসদে কেন্দ্রীয় সরকার জানিয়েছে বাংলদেশে দুহাজারে র বেশি হিন্দু বাঙালি নির্যাতনের ঘটনা ঘটেছে।পাকিস্থানে শতাধিক নির্যাতনের ঘটনা ঘটেছে।পশ্চিমবঙ্গ বাংলদেশে সীমান্তের দু হাজার কিলো মিটার মধ্যে ৯০০ কিলোমিটার সীমান্ত খোলা পড়ে আছে।বলে বিভিন্ন সূত্রে দাবি। অসম পুলিশ দক্ষতার পরিচয় দিয়ে ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে। এই জঙ্গিরা অসম ,বাংলা কেরালা,তে নাশকতামূলক কাজ করছে।তাদের লক্ষ্যে চিকেন দখল করে সেভেন সিস্টারস কে বাংলদেশে সামিল করার। করা। ইউনূস সরকার সব অপরাধীদের জেল থেকে ছেড়ে দিচ্ছে।কোটি কোটি টাকার অস্ত্র সামগ্রী চট্রগ্রাম বন্দরে নামার পর বাংলদেশে অস্ত্র পাচারকারীদের জেল জরিমানা ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল পরে তাদের অপরাধ মুকুব করে দেওয়া হয়। অসমের জঙ্গি সংগঠন আলফা র কমান্ডার ইন চিফ পরেশ বড়ুয়া র শাস্তির আদেশ অমুকুব করে দেওয়ার খবর এসেছে।২০০৪ সালে এই চোরাপাচার করা হয়।








কোন মন্তব্য নেই