Header Ads

কলকাতা নটি বিনোদিনী আর্ট সেন্টারে ফটোগ্রাফি প্রদর্শনী

   কিরন কুমার  মুখার্জী কলকাতা : কোলকাতা নটি বিনোদিনী আর্ট সেন্টারে  ফটোগ্রাফি প্রদর্শনী ও প্রতিযোগীতা চলছে। চিত্র চরিত্র গোষ্ঠীর উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনী উন্মোচন করেন শিরাম গোষ্ঠীর সঞ্জীব আচার্য  বিশিষ্ট  অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি   স্নেহা শীষ সুর। 
 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.